ভোট ডাকাতির মহোৎসবকে নির্বাচন বললে পাপ হবে: অধ্যক্ষ ইউনুস আহমদ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯ একুশ সংবাদ ডেস্ক: গত ৩০ ডিসেম্বরের নির্বাচনকে ভোট ডাকাতির মহোৎসব উল্লেখ্য করে একে নির্বাচন বললে পাপ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ। তিনি বলেছেন, ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির মহোৎসবের মাধ্যমে জনগণের ম্যান্ডেটকে নিজেদের পক্ষে ঘোষণা করা জঘন্য অপরাধ। ৩০ ডিসেম্বর যে তামাশা হয়েছে এটাকে নির্বাচন বললে গুনাহ হবে। এ নির্বাচন নিয়ে রাষ্ট্রীয় মিথ্যাচার চলছে বলেও তিনি অভিযোগ করেন। অধ্যক্ষ ইউনুস বলেন, ক্ষমতাসিনদের এমন মিথ্যাচারে দেশের মানুষতো হাসেই, শিশুরাও প্রশ্ন করা শুরু করছে যে, এমপি এমন মিথ্যা বললে আমরা কি শিখবো? এটা চলতে থাকলে আসমানী গজব আসার সম্ভাবনা থাকে। শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব আলতাফ হোসেন, সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব আব্দুল আউয়াল, ডা. শহীদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, এইচ এম সাইফুল ইসলাম, আলহাজ্ব মনোয়ার খান প্রমুখ। মাওলানা ইউনুস আহমদ আরও বলেন, আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীদের আমরা আদর্শ শিক্ষা দিতে সক্ষম হয়েছি। তারা ভোটকে পবিত্র আমানত মনে করে। সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, জনগনের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, এমন অসত্য বচন থেকে দয়া করে বিরত থাকুন। নতুবা দেশবাসী ও এমনকি আগামী প্রজন্ম আপনাদের শুধু ঘৃনাই করবে। এসময় পীর সাহেব চরমোনাইর প্রস্তাব অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পূনরায় নির্বাচন দেয়ারও দাবী করেন তিনি। /এসএস Comments SHARES রাজনীতি বিষয়: