বিমান ছিনতাইয়ের ঘটনা প্রমাণ করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক -মহাসচিব, ইসলামী আন্দোলন

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের সামগ্রিক অবস্থা অত্যন্ত খারাপ। বিভিন্ন ঘটনায় সরকারের ব্যর্থতা ক্রমেই ফুটে উঠছে। সরকারের ব্যর্থতায় ১০ বছর আগে পিলখানার হত্যাকান্ড সংঘটিত হয়েছিল। এভাবে বিভিন্ন ঘটনার মোড়কে জনগণকে জিম্মি করা হচ্ছে। কত মায়ের বুক খালি হচ্ছে, কত পরিবার নিঃস্ব হয়েছে সে হিসেব সরকারকে একদিন দিতে হবে।

তিনি বলেন, চকবাজারের অগ্নিকান্ড ট্রাজেডীর জন্যও সরকারের ব্যর্থতা দায়ী। নিমতলীর ট্রাজেডীর পর সরকার তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী উদ্যোগ নিলে হয়তো এতবড় সংকট সৃষ্টি হতো না।

তিনি বিমান ছিনতাই ঘটনা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহবান জানান। এছাড়া চকবাজার অগ্নিকান্ডে নিহতদের
পরিবারকে বড় অংকের আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা খরচ ও ভবিষ্যত উপার্জনের ব্যবস্থা করে দিতে সরকারের প্রতি দাবী জানান।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ-প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, অর্থ সম্পাদক হারুন অর রশীদ, মাওলানা নেছার উদ্দিন, আলহাজ¦ আব্দুর রহমান, আলহাজ জান্নাতুল ইসলাম, ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম তালুকদার, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বরকত উল্লাহ লতিফ, জি এম রুহুল আমীন, এডভোকেট একেএম এরফান খান, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

Comments