ক্রাইস্টচার্চের ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার তীব্র নিন্দা

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

বশির ইবনে জাফর, মালয়েশিয়া থেকে: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে মুসল্লিদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখা কেন্দ্রীয় কমিটি।

এক বিবৃতিতে সংগঠনটির মালয়েশিয়া শাখা কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি আমিরুল ইসলাম জানান ক্রাইস্টচার্চে ঘটে যাওয়া এ ঘটনা খুবই মর্মান্তিক। মসজিদে সন্ত্রাসী হামলা হবে এবং এতোগুলো প্রাণ ঝড়ে যাবে এক নিমিষেই তা বিশ্বাস করতেই কষ্ট হয়।

নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এই নেতা জানান, নিউজিল্যান্ডের এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং সেই সাথে সারা বিশ্বে এভাবে মুসলমানদের উপর একের পর এক হামলার ঘটনায় বিশ্ব মোড়লদের নিরব ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।

বিবৃতিতে এই নেতা আরো বলেন, সারা বিশ্বে শান্তির শ্লোগান নিয়ে ফেরি করে বেড়ানো মোড়লরাই শুধু নয় বরং বিশ্ব মিডিয়ার দ্বৈব নীতি নিয়েও আমরা আশঙ্কা প্রকাশ করছি। কেননা মুসলমানদের উপর হামলা হলে তারা সেটাকে জঙ্গি হামলা বলতে কুণ্ঠাবোধ করে। তাদের ভাষ্যানুযায়ি মুসলমানরাই হলো জঙ্গি আর মুসলমানদের মারা হলে সেটা হয়ে যায় অনাকাঙ্খিত ঘটনা।

বিআইজে/

Comments