ইতালির নাপলিতে খোলা মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৯ মোল্লা মনিরুজ্জামান মনির,নাপলি ( ইতালি) থেকেঃ ইতালিতে নাপলির সানজেন্নারো খোলা মাঠে পবিত্র ঈদ- উল- আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার স্হানীয় সময় সকাল ৮ টায় সহাস্রাধিক লোকের সমাগম ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র এ নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ পূর্ব ধর্মীয় আলোচনা করেন সানজেন্নারো পুরাতন মসজিদের ইমাম জিয়া উদ্দিন আহম্মেদ,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সানাউন্নাহ সানি, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আক্তার লিটন, বিশিষ্টস ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা ফেরদাউস উকিল, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা হাফেজ শাহজাহান হাওলাদার চুন্নু। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহম্মেদ এম, ডি সাকির। নামাজ শেষে বাংলাদেশি প্রবাসীরা একে অন্যের কুশল বিনিময় ও কোলাকুলি করেন। এ দৃশ্য দেখে কিছুক্ষনের জন্য মনে হয়েছিল ইতালির মধ্য এ যেন এক খন্ড বাংলাদেশ। Comments SHARES প্রবাস বিষয়: