মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে যা রয়েছে ইসলামী আন্দোলনের ইশতেহারে

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৮

আহমাদ সাঈদ, বিশেষ প্রতিবেদক: নাগরিকদের জন্য ২১টি সুবিধামূলক অঙ্গিকার রেখে ৩৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ শুক্রবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম দলীয় ইশতেহার ঘোষণা করেন।

প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ইশতেহারে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা, নারী অধিকার, দূর্নীতি নির্মূল, ন্যায়ের শাসন প্রতিষ্ঠাসহ ১৬টি অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

১৫ বছরে দেশি-বিদেশি ঋণ শূন্যের কোটায় আনা, ২০ পার্সেন্ট প্রবৃদ্ধি বৃদ্ধি, দ্রব্যমূল্য কমানো, আয়কর ও আমদানি-রফতানি শুল্ক কমানোসহ ইশতেহারের ৩য় দফায় ২১টি নাগরিক সুবিধার কথা বলা হয়েছে।

রয়েছে নারী অধিকার বাস্তবায়ন, অমুসলিম নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা, মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মর্যাদা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথা। ঘোষিত ইশতেহারের ২৫তম দফায় ৪টি উপধারায় মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মর্যাদা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথা বলা হয়েছে।

মুক্তিযদ্ধের চেতনা বাস্তাবায়ন ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা প্রতিষ্ঠা যা বলা হয়েছে ইশতেহারে:

১. শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে শ্রেণি বৈষম্যহীণ ও দারিদ্রমুক্ত কল্যাণরাষ্ট্র গড়ে তোলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা হবে।
২. মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি প্রদানে অগ্রাধিকার দেয়া হবে।
৩. পুঙ্গু ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা বাড়ানো হবে।
৪. মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, পরিবহণ ভাড়া, সন্তানদের শিক্ষার যাবতীয় ব্যায়ভার রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে।

সংখ্যালঘু অধিকার প্রতিষ্ঠায় যা রয়েছে ইসলামী আন্দোলনের ইশতেহারে
নারী অধিকার প্রতিষ্ঠায় যা আছে ইসলামী আন্দোলনের ইশতেহারে
ইসলামী আন্দোলনের ২২ অঙ্গীকার; দেশি-বিদেশি ঋণ শূন্যের কোটায় আনা হবে

/এসএস

Comments