নারী অধিকার প্রতিষ্ঠায় যা আছে ইসলামী আন্দোলনের ইশতেহারে

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৮

শাহনূর শাহীন: নাগরিকদের জন্য ২১টি সুবিধামূলক অঙ্গিকার রেখে ৩৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ শুক্রবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম দলীয় ইশতেহার ঘোষণা করেন।

প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ইশতেহারে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা, নারী অধিকার, দূর্নীতি নির্মূল, ন্যায়ের শাসন প্রতিষ্ঠাসহ ১৬টি অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

১৫ বছরে দেশি-বিদেশি ঋণ শূন্যের কোটায় আনা, ২০ পার্সেন্ট প্রবৃদ্ধি বৃদ্ধি, দ্রব্যমূল্য কমানো, আয়কর ও আমদানি-রফতানি শুল্ক কমানোসহ ইশতেহারের ৩য় দফায় ২১টি নাগরিক সুবিধার কথা বলা হয়েছে।

রয়েছে মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মর্যাদা, অমুসলিম নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা ও নারী অধিকার বাস্তবায়নের কথা। ঘোষিত ইশতেহারের ২৯তম দফায় ৯টি উপধারায় নারী অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

নারী অধিকার প্রতিষ্ঠায় যা রয়েছে ইশতেহারে:

১. নারীর ক্ষমতায়ন অগ্রাধিকার নিশ্চিত করার লক্ষ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
২. নারী নির্যাতন ও যৌতুকপ্রথা উচ্ছেদে শুধু আইনের যথাযথ প্রয়োগের সাথে সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তোলা হবে।
৩. শিক্ষা ও কর্মক্ষেত্রে শালীন নারীসমাজের নিরাপত্তা ও সম্মান সুরক্ষায় কঠোর আইন তৈরি করা হবে।
৪. নারীদের অবমাননা, সামাজিক অবক্ষয় ও এইডস প্রতিরোধে পতিতাবৃত্তি, ব্যভিচার ও লিভ-টুগেদার নিষিদ্ধ করা হবে।নারীর জন্য অবমাননাকর এবং ধর্মীয়, সামাজিক ও নৈতিকভাবে অগ্রণযোগ্য- এমন বাণিজ্যিক প্রদর্শনী ও ব্রববহার থেকে নারীসমাজকে বিরত রাখা হবে।
৫. স্বামীর ওপর স্ত্রীর অধিকার, এবং বাবা-মা ও স্বামীর সম্পত্তিতে নারীর শরীয়তসম্মত উত্তরাধিকার সুনিশ্চিত করা হবে। সন্তানের ওপর মায়ের অধিকার ও দায়িত্বানুভুতি জাগ্রত করা হবে।
৬. গর্ভবতী নারীদের প্রসবকালীন চিকিৎসা ও গাইনি সেবা সুনিশ্চিত করা হবে।
৭. গামেন্টসে নারী শ্রমিকদের নিরাপত্তা, আবাসন ও পরিবহনসংকট নিরসনে কার‌্যকরী উদ্যোগ গ্রহণ।
৮. যে সকল শিল্পকারখানায় নারী শ্রমিক থাকবে সেখানে ‘চাইল্ড কেয়ার হোম’ স্থাপন করা হবে।
৯. কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, কর্মবান্ধব পরিবেশ ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে যা রয়েছে ইসলামী আন্দোলনের ইশতেহারে
সংখ্যালঘু অধিকার প্রতিষ্ঠায় যা রয়েছে ইসলামী আন্দোলনের ইশতেহারে
ইসলামী আন্দোলনের ২২ অঙ্গীকার; দেশি-বিদেশি ঋণ শূন্যের কোটায় আনা হবে

/এসএস

Comments