রাজধানীতে ইসলামী আন্দোলনের উন্মুক্ত পাবলিক ও টয়লেট বর্জ সংরক্ষণাগার নির্মাণের দাবি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯ ঝাড়ু হাতে রাস্তায় ইসলামী আন্দোলনের কর্মীরা। ছবি: চয়ন আহমাদ সাঈদ, বিশেষ প্রতিবেদক: রাজধানী ঢাকার নগরজুড়ে উন্মুক্ত পাবলিক টয়লেট নির্মাণের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি রাজধানীর বস্তিবাসীর জন্য পরিকল্পিত আবাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ। শনিবার রাজধানীর বাইতুল মোকারমের উত্তর গেইটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘সুন্নতের আমল করি, পরিচ্ছন্ন নগর গড়ি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত নিগর পরিচ্ছন্ন কর্মসূচিতে এ দাবি জানায় দলটির নেতৃবৃন্দ। ঝাড়ু হাতে রাস্তায় ইসলামী আন্দোলনের কর্মীরা। ছবি: চয়ন পরিচ্ছন্ন প্রতিকি নগর পরিচ্ছন্ন কর্মসূচি পালনের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপসস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপনক মাহবুবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে দিনি বলেন, কেবলমাত্র সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের প্রচেষ্টায় নগর পরিস্কার হবে না। এজন্য নগরীর সকল নাগরিককে সচেতন হতে হবে। তিনি মহানগরে প্রত্যেক নাগরিককে পরিস্কার-পরিচ্ছন্নতায় সচেতনতার আহ্বান জানিয়ে সিটি কর্পোারেশন সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে উপযুক্ত দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, রাজধানীর ঢাকার অলিতে গলিতে অসংখ্য খাল ছিলো কিন্তু সেগুলো আজ বিলুপ্ত প্রায়। তিনি সরকারের প্রতি দখলকৃত সকল খাল উদ্ধারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বক্তব্য রাখছেন নগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। ছবি: চয়ন এতে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, রাজধানী ঢাকার দুই সিটিতে দুই কোটির ওপরে মানুষের বসবাস। বিশাল এ জনগোষ্ঠীর জন্য শহরে নেই কোনো পর্যাপ্ত পরিচ্ছন্নতার উপায় এবং কার্যকর কোনো কর্মসূচি। পযাপ্ত পাবলিক টয়লেট না থাকায় রাজধানীর মোড়ে মোড়ে দেয়ালের পাশে মানুষে জরুররি প্রয়োজন সাড়ে। সিটি কর্পোরেশনের পাবলিক টয়লেট নেই উন্মুক্ত প্রবেশাধিকার। তিনি সিটি কর্পোরেশনসহ সরকারের প্রতি রাজধানী জুড়ে নগরবাসীর জন্য উন্মুক্ত পাবলিক টয়লেট এবং বর্জ সংরক্ষণাগার তৈরির আহ্বান জানান। আবর্জনা ট্রাকে রাখছেন কর্মীরা। ছবি: চয়ন সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপস্থিত নেতা-কর্মীরা প্রতিকি নগড় পরিস্কার কর্মসূচি পালন করে। এসময় সবাই ঝাড়ু হাতে রাস্তা পরিস্কার করে। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, ইসলামী কৃষক মজুর আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শহিদুল ইসলাম কবীর /এসএস Comments SHARES রাজনীতি বিষয়: