কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে টেন্ডারবাজদের উন্নয়ন হবে: আশরাফ আলী আকন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯ একুশ ডেস্ক: কৃষক ক্ষতিগ্রস্ত হতে থাকলে দেশের নয় টেন্ডারবাজ দূর্নীতিবাজদের উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন। আজ শনিবার বিকেলে ইসলামী কৃষক-মজুর আন্দোলন ঢাকা মহানগরীর ডেমরা থানা শাখা আয়োজিত নতুন কমিটির পরিচিতি সভায় তিনি এ কথা বলেন। ইসলামী কৃষক-মজুর আন্দোলন ডেমরা থানা শাখার সভাপতি আলহাজ্ব মো. জাফর উল্লাহ জেহাদীর সভাপতিত্বে ও মো. আসাদুজ্জামান আসাদ এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আকন বলেন, কৃষি প্রধান বাংলাদেশে স্বাধীনতার ৪৭ বছর পরেও কৃষকরা ফসল উৎপাদন করে ক্ষতিগ্রস্ত হতে থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে না। এতে বেকারত্ব দূর হবে না। অশিক্ষা দূর হবে না। দেশের বৃহত্তর অংশ সুবিধা বঞ্চিত থেকেই যাবে। তিনি কৃষকের কান্না বন্ধ করে তাদের মুখে হাসি ফোটাতে ইসলামী কৃষক-মজুর আন্দোলনের ১৫ দফা দাবী বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, একজন কৃষক অনেক সময় শ্রম অর্থ ব্যায় করে ফসল উৎপাদন করার পরেও তারা ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হয়েই যাচ্ছে। সরকার এসব বিষয় সম্পর্কে অবহিত থাকার পরেও কৃষকের লোকসান বন্ধ করতে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করছে না। এ অবস্থা চলতে থাকলে কৃষকরা অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে নামতে বাধ্য হবে। ইসলামী কৃষক-মজুর আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির বলেন, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত। যে কারণে মাঠ পর্যায়ের কৃষি উন্নয়ন কর্মর্তারা দায়িত্ব পালনে অবহেলা করছে, এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নগরে হকার বৃদ্ধি পাচ্ছে। গ্রামের লোকেরা শহরে ভিড় জমাচ্ছে। নগর জীবন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। কৃষক ফসল উৎপাদন করে লাভবান হলে নগর জীবনে শৃঙ্খলা ফিরে আসবে। পথে পথে কোনো হকার থাকবে না। /সিএইচ Comments SHARES রাজনীতি বিষয়: