হামাসের বিরুদ্ধে তদন্তে ইসরালের বাধা

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক, একুশ নিউজ : হামাসের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে ইসরায়েল কর্তৃপক্ষ জাতিসংঘের মানবাধিকার কমিশনকে বাধাগ্রস্ত করছে বলে জানিয়েছে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলনার তুর্ক।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, হামাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তদন্তের অনুরোধে সাড়া দেয়নি ইসরায়েল।

ভলনার তুর্ক বলেন, আমরা ইসরায়েলকে বলেছি, আমাদের একটি দলকে ঘটনাস্থলে প্রবেশের অনুমতি দিন। ৭ অক্টোবরে ইসরায়েলিদের ওপর হামাসের ভয়াবহ হামলার বিষয়ে তথ্য, উপাত্ত সংগ্রহ, পর্যবেক্ষণ ও তদন্ত করতে চাই। কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েল আমাদের সাড়া দেয়নি।

ভলনার তুর্ক আরগ বলেন, ৭ অক্টোবর ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগকে হামাস মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিযোগ অস্বীকার করেছে। আমি ইসরায়েলকে পুনরায় আহ্বান করছি প্রবেশ অনুমতি দিন। আমি আশা করছি এই অনুরোধ শোনা হবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েল অভিযোগ করে হামাস সদস্যরা যৌন নিপীড়ন ও ধর্ষণের মতো অপরাধ সংঘটিত করেছে। যদিও এর সপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি দেশটি। অন্যদিকে অভিযোগের সঙ্গে সঙ্গেই দ্ব্যার্থহীনভাবে তা প্রত্যাখ্যান করেছে হামাস।

/একুশনিউজ/এসএসই/

Comments