ফিলিস্তিন সংকট

জার্মানি চায় ইইউও ইসরায়েলে নিষেধাজ্ঞা আরোপ করুক

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক, একুশ নিউজ :ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনকারী চরমপন্থী ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি ইউরোপীয় ইউনিয়নও বিবেচনা করুক বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্তিয়ান ফিশার।

বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পদক্ষেপকে বার্লিন স্বাগত জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগেই ঘোষণা করেছিল যে, তারা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে। জার্মানি এই ঘোষণাকে স্বাগত জানায়। জার্মান চায় ইউরোপীয় ইউনিয়নও চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করুক।

সম্প্রতি এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, উগ্রপন্থী বসতি স্থাপনকারী যারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংস আক্রমণ করেছে, তাদের ওপর ভিসানীতি কার্যকর হবে।

ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতা নষ্ট করার সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তি বা যারা বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় পরিষেবা এবং মৌলিক প্রয়োজনগুলো গ্রহণ করতে অযৌক্তিকভাবে বাধা দেবে, তাদেরকে এই ভিসানীতির আওতায় নিয়ে আসা হবে।

পরে মঙ্গলবার রাতে ভিসানীতি প্রয়োগ শুরুর কথা ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

/একুশনিউজ/এসআইই/

Comments