মানুষের অকল্যাণ করে এমন রাজনীতি কাম্য হতে পারে না: ফয়জুল করীম নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯ একুশ ডেস্ক: মানুষের অকল্যাণ করে এমন রাজনীতি কারো কাম্য হতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন। দুনিয়ার ক্ষমতা পাওয়া এবং ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ মানুষকে নির্মমভাবে হত্যা করতেও দ্বিধা করে না। যে রাজনীতি মানুষের অকল্যাণ বয়ে আনে। মানুষকে নিমর্মতার দিকে ঠেলে দেয়, এ ধরণের রাজনীতি কারো কাম্য হতে পারে না। গতকাল রোববার বাদ আছর (৪.৩০মি.) টাঙ্গাইলের মির্জাপুরের আদাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করীম বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। যে রাজনীতিতে মানুষের কল্যাণ নেই সেটা রাজনীতি হতে পারে না। মানুষের কল্যাণই রাজনীতির আসল উদ্দেশ্য। দুনিয়াতে যত ক্ষমতাধর হোক, আল্লাহর সামনে কারো এক কদম চলার শক্তি থাকবে না উল্লেখ্যপূর্বক ক্ষমতাধরদের সর্তক করে তিনি বলেন, পরকাল যে বিশ্বাস করে না, সে যা ইচ্ছা তাই করতে পারে। দুনিয়ার ক্ষমতা বা শক্তি অল্প সময়ের কিন্তু আখেরাতের সময়ের কোনো শেষ নেই। যারা দুনিয়া সুন্দর হবে তার পরকাল তত সুন্দর হবে। দুনিয়ার মোহে যে পরকালকে শেষ করে দেয়, সে বুদ্ধিমান নয় বরং বুদ্ধিমান সেই যে, সবসময় আল্লাহর ভয় অন্তরে রাখে, পরিণামের কথা চিন্তা করে কাজ করে। বাংলাদেশ মুজাহিদ কমিটি মির্জাপুর উপজেলা শাখা আয়োজিত সম্মেলনে স্থানীয় ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতীবগণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। /এসএস Comments SHARES রাজনীতি বিষয়: