নতুন সরকার হাস্যকর ছাড়া কিছু নয়: ফখরুল

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯

একুশ নিউজ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সরকার গঠন নিয়ে বলেছেন, সরকার গঠন—এটা নিয়ে মন্তব্য করার তো হাস্যকর ছাড়া কিছু না।

নয়াপল্টনে মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ নির্বাচনকে পুরোপুরিভাবে বর্জন করেছে তা বলা যেতে পারে। ফলাফল আমরা প্রত্যাখান করেছি যে, নির্বাচনের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, জনগণ এই নির্বাচনের ফলাফল কখনোই মেনে নেয়নি৷ সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কোনো পার্লামেন্ট গঠন বা সরকার গঠন এটা নিয়ে মন্তব্য করার তো হাস্যকর ছাড়া কিছু না।

মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছি, পার্লামেন্ট গঠন প্রত্যাখ্যান করেছি, এবং সরকার গঠন পুরোপুরিভাবে প্রত্যাখান করেছি।

আমরা বিশ্বাস করি, এই সরকারের কোনো অধিকার নেই যে বাংলাদেশের ১৬ কোটি মানুষের উপর তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করার৷ এই জন্য এটা কখনোই জনগণের ভোট করে নাই, জনগণ ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করে নাই। এ সরকার অবৈধ সরকার।

২০১৪ সালে এই একই প্রেক্ষাপটই ছিলো এবং এরপরও ৫ বছর তারা শাসন করেছে এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, পাকিস্তান থাকে নাই? থাকছে তো। বিভিন্ন জায়গায় থাকছে না? জনগণের সঙ্গে সম্পর্ক নাই কিন্তু সরকার আছে। সরকার তো থাকেই, একটা কিছু না কিছু থাকতে হবে। তার সঙ্গে এটাকে মিলিয়ে লাভ নাই।

/সিএইচ

Comments