দেশে ফিরলেন এরশাদ!

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮

একুশ ডেস্ক: নানান নাটকীয়তা শেষে অবশেষে দেশে ফিরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ বুধবার ২৬ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

ভোটের আগে নানা গুঞ্জনের মধ্যে গত ১০ ডিসেম্বর ‘উন্নত চিকিৎসার জন্য’ এরশাদের সঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুও সিঙ্গাপুরে যান।

জাতীয় সংসদ নির্বাচনের আগে এরশাদের সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাওয়া ও দেশে ফেরা নিয়ে শুরু হয় নানা ধরনের নাটকীয়তা। তফসিল ঘোষণার পর থেকেই অসুস্থা নিয়ে সিএমএইচে ভর্তি হওয়া নিয়ে যার শুরু।

গত রোববার এরশাদের উপ-প্রেসসচিব খন্দকার দেলোয়ার জালালী এবং জাপার যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান জানিয়েছিলেন, সোমবার রাতে দেশে ফিরছেন এরশাদ।

পরে আবার এক বিবৃতিতে তিনি বলেন, নিয়মিত মেডিকেল চেকআপ শেষে সোমবার দেশে ফেরার কথা ছিল জাতীয় পার্টির চেয়ারম্যানের। কিন্তু মেডিকেল চেকআপ শেষ না হওয়ায় সোমবার দেশে ফিরছেন না তিনি।

/এসএস

Comments