দেশের মালিক জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে দখলে নিবো: ড. কামাল

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৯

ডেস্ক: যে ঐক্যে দেশ স্বাধীন করেছি, সেই ঐক্যে দেশ শাসন করবো বলেছেন জাতীয় ঐক্যফ্রেন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ও বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন। তিনি বলেছেন, দেশের মালিক জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে দখলে নিবো।

শুক্রবার (১ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

ড. কামাল বলেছেন, যে ঐক্যের ভিত্তিতে দেশকে স্বাধীন করা হয়েছে, সেই ঐক্যের ভিত্তিতেই দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

তিনি বলেন, দেশটা আমাদের সবার, ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশকে দখলে নিবো। গণতন্ত্র এবং সংবিধানের মাধ্যমে আমরা দেশকে শাসন করবো। যে ঐক্যের মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করেছি সেই ঐক্যে আমরা দেশকে শাসন করবো।

ড. কামাল আরো বলেছেন, জনগণ হতাশাবোধ করছেন। কারণ হলো দেশের মালিক জনগণ; কিন্তু মালিক হিসেবে জনগণের প্রতি সরকারের যে সম্মান জানানোর কথা সরকার তা করছে না। জনগণ চায় অবাধ-সুষ্ঠু নির্বাচন কিন্তু ২৯ তারিখ রাতে কী হলো। তিনি বলেন, জনগণ এদেশের মঙ্গল চায়।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বাক্ষরিত দলীল-বাংলাদেশের সংবিধানের সপ্তম অনুচ্ছেদে লেখা আছে জনগণ দেশের মালিক। এটা মনে রাখতে হবে। এটা আমার কথা নয়। তিনি বলেন, দেশের জনগণ ঐকবদ্ধ হলে কোনো শক্তিই টিকতে পারে না।

/আরএ

Comments