শপথ নেয়ার ব্যপারে ইতিবাচক ইঙ্গিত ড. কামালের

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯

একুশ সংবাদ: বিএনপি শপথ না নেয়ার সিদ্ধান্ত নিলেও গণফোরাম থেকে বিজয়ী দুজন এমপি হিসেবে শপথ নিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন।

শনিবার দলের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে, গণফোরাম থেকে নির্বাচিত দুজন শপথ নিচ্ছেন কি না? সাংবাদিকদের প্রশ্নে ড. কামাল বলেন, আমরা ইতিবাচক মনোভাব পোষণ করছি। যে দুজন প্রার্থী নির্বাচনে তারা তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন। আমরা তাদের বিষয়ে ইতিবাচকভাবে সিদ্ধান্ত নেব।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্যফ্রন্ট পুনর্নির্বাচনের দাবি তোলার পর তাদের জোট থেকে বিজয়ীদের শপথ নেওয়া নিয়ে সংশয় দেখা দেয়।

গত বৃহস্পতিবার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিসহ তাদের রাজনৈতিক মিত্রদের সবাই সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও উপস্থিত ছিলেন না ঐক্যফ্রন্ট থেকে ভোটে বিজয়ী বিএনপির পাঁচ এবং গণফোরামের দুজন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিন সরাসরি বলেছিলেন, শপথ তো পার হয়ে গেছে, প্রত্যাখ্যান করলে শপথ থাকে নাকি আর?… আমরা শপথ নিচ্ছি না, পরিষ্কার করে বললাম।

তার দুদিন পর শনিবার গণফোরামের এক বৈঠকের পর তোপখানা সড়কে শিশুকল্যাণ পরিষদের মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসে ভিন্ন কথা শোনালেন দলটির সভাপতি কামাল।

মৌলভীবাজার-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ধানের শীষ প্রতীকে ৭৯ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে বিকল্প ধারার এম এম শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বড় শরিক বিএনপির প্রার্থীরা বিজয় হয়েছেন পাঁচটি আসনে।

আর কামাল হোসেনের দল গণফোরাম দুটি আসনে জিতেছে।

মৌলভীবাজার-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ধানের শীষ প্রতীকে ৭৯ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতীকে বিকল্প ধারার এম এম শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট।

সিলেট-২ আসনে গণফোরামের মুকাব্বির খান দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে জয়ী হয়েছেন ৬৯ হাজার ৪২০ ভোট পেয়ে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ৩০ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন ।

/সিএইচ

Comments