বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আটক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থেকে বাক প্রতিবন্ধী ১৪ বছর বয়সী কিশোরী ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী অন্তর আলীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যারা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ভৈরব র্যাব ক্যাম্পের অধিনায়ক রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে উপজেলার ঝুমাপুর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব ক্যাম্পে তাকে আনা হয়। র্যাব জানান, ধর্ষণের শিকার হওয়া বাক প্রতিবন্ধী কিশোরী গত ১৫ অক্টেবর ২০১৮ সালে নানার বাড়ি থেকে ফেরার পথে তাকে ফুসলিয়ে অভিযুক্ত অন্তর আলী নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই ঘটনা জানাজানি হলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিস দরবার করে ধর্ষকের সাথে বিবাহ পড়ানোর সিন্ধান্ত নেয়া হয়। কিশোরীকে ডাক্তারী পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হলে অভিযুক্ত অন্তর আলী আত্মগোপন করে। গ্রাম্য শালিসে বিষয়টি সুরাহা না হওয়ায় গত ১৫ জানুয়ারি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কিশোরগঞ্জে ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বিঅোইজে/ Comments SHARES অপরাধ বিষয়: