বিমান খাতের উন্নয়নে কাজ করতে চায় কানাডা

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

একুশ ডেস্ক: দেশের বিমান পরিবহন খাতের সার্বিক উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা।

সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান, কানাডার হাইকমিশনার বেনোইত প্রিফোনটেইন।

এ সময় সেখানে ছিলেন, কানাডা কমার্শিয়াল করপোরেশনের ৪ সদস্য। মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান তারা।

এছাড়া বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন উন্নয়নে অংশীদার হতে এবং ঢাকা-টরন্টো সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠার আগ্রহও প্রকাশ করেছে কানাডার হাইকমিশনার বেনোইত প্রিফোনটেইন।

প্রতিমন্ত্রী জানান, দুই দেশের বিদ্যমান সম্পর্ক চমৎকার সময় পার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরো দৃঢ় হওয়ার পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া বাড়বে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

বিআইজে/

Comments