‘সুন্নতের আমল করি, পরিচ্ছন্ন নগর গড়ি’ স্লোগানে ইসলামী আন্দোলনের নগর পরিস্কার কর্মসূচি (ভিডিও)

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯
ঝাড়ু হাতে রাস্তায় ইসলামী আন্দোলনের কর্মীরা। ছবি: চয়ন

আহমাদ সাঈদ, বিশেষ প্রতিবেদক: ‘সুন্নতের আমল করি, পরিচ্ছন্ন নগর গড়ি’ স্লোগানে রাজধানীতে নগর পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার বিকেল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজধানীর বাইতুল মোকাররমে এ প্রতিকি কর্মসূচি পালন করা হয়।

নগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে ‘নগর পরিস্কার কর্মসূচি’ উদ্ধোধন করেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা রাজধানী ঢাকার নগরজুড়ে উন্মুক্ত পাবলিক টয়লেট নির্মাণ, বর্জ সংরক্ষণাগার নির্মাণসহ রাজধানীর ৫৮ টি বিলুপ্ক খাল উদ্ধারে দাবি জানায়।

বক্তার বলেন, রাজধানীতে বসবাসরত দুই কোটির বিশাল জনগোষ্ঠীর জন্য শহরে নেই কোনো পর্যাপ্ত পরিচ্ছন্নতার উপায় এবং কার্যকর কোনো কর্মসূচি। পযাপ্ত পাবলিক টয়লেট না থাকায় রাজধানীর মোড়ে মোড়ে দেয়ালের পাশে মানুষে জরুররি প্রয়োজন সাড়ে। সিটি কর্পোরেশনের পাবলিক টয়লেট নেই উন্মুক্ত প্রবেশাধিকার। এতে নষ্ট হয় পরিবেশে। নোংরা পরিবেশে ছড়ায় রোগজীবানু।

এছাড়া বস্তি এলাকায় অপরিকল্পিত আবাসনের কারণে ময়লা আবর্জনা পরিবেশ নষ্ট করে। এসময় বক্তারা সিটি কর্পোরেশনসহ সরকারের প্রতি রাজধানী জুড়ে নগরবাসীর জন্য উন্মুক্ত পাবলিক টয়লেট এবং বর্জ সংরক্ষণাগার তৈরির আহ্বান জানান।

https://youtu.be/iH47t9Tt1vo

/আরএ

Comments