সংসদে যাওয়ার ইঙ্গিত দিলেন বিএনপির এমপি হারুনুর রশিদ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৯ চাঁপাই প্রতিনিধি: সংসদে যাওয়ার ইঙ্গিত দিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশিদ হারুন। আজ সোমবার দুপুরে তার বাড়িতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ হারুন বলেন, সংসদে যাবার ব্যাপারে তার ওপর স্থানীয় ভোটারদের চাপ অব্যাহত রয়েছে এবং তিনি এই বিষয়ে দলের উপর মহলকে জানিয়েছেন। এসময় দলের হাইকমান্ড সংসদের না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলে তিনি সংসদে যাবেন কি না এমন প্রশ্নের উত্তরে সরাসরি ‘না’ বলেননি। তিনি বলেন, এ জন্য ৩০ এপ্রিল পর্যন্ত দেখতে হবে। আসলে শেষ বলে কিছু নেই। তিনি চান সংসদে গিয়ে নেত্রীর মুক্তির দাবিসহ বিভিন্ন সমস্যার কথা বলতে। তিনি বলেন, কারান্তরীণ বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমান যদি সংসদে যাবার কথা বলেন তাহলে সেটাইতো দলের সিদ্ধান্ত। সুতরাং এজন্য তিনি অপেক্ষা করার জন্য সাংবাদিকদের বলেন। প্রসঙ্গত, ৩০ ডিসেম্বরের নির্বাচনে সারাদেশে বিএনপির মাত্র ৬ জন সংসদ সদস্য নির্বাচিত হন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে বিএনপির মো. আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ থেকে হারুনুর রশিদ হারুন অন্যতম। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: