বামজোটের হরতালে সমর্থনের সিদ্ধান্ত সন্ধ্যায় জানাবে বিএনপি

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৯

নিউজ ডেস্ক: জনগণের পকেট কেটে উন্নয়নের নামে, সরকার ব্যবসায়ীদের লুটপাটের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে সাধারণ মানুষের কথা বিবেচনা নাকরে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। অতিরিক্ত কর আরোপ আরোপ করা হয়েছে বাজেটে। এদিকে গ্যাসের মূল্য বাড়ানোর প্রতিবাদে বামদলের ডাকা রোববারের হরতালে সমর্থনের বিষয়ে সন্ধ্যায় সিদ্ধান্ত জানাবে বিএনপি।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত তিন ঘণ্টার প্রতীকী অনশনে অংশ নেন বিএনপি মহাসচিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান বক্তারা।

প্রতীকী অনশনে উঠে আসে গ্যাসের দাম বাড়ানোর প্রসঙ্গ। বিএনপি মহাসচিবের দাবি, জবাবদিহি না থাকায় একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার। নিজেদের ব্যবসায়ীদের পকেট ভারি করতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

গ্যাসের মূল্য বাড়ানোর প্রতিবাদে বামদলের ডাকা রোববারের অর্ধ দিবস হরতালে বিএনপির সমর্থন জানান উচিত বলেও মন্তব্য করেন বক্তারা। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। অবিলম্বে মূল্য বৃদ্ধির সিন্ধন্ত বাতিলের দাবি জানান, নেতারা।

Comments