সিলেটে ঐক্যফ্রন্ট নেতারা; মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু নির্বাচনী প্রচারণা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮ একুশ নিউজ: সিলেট থেকে শাহজালাল রহ. এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। সেজন্য ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে সিলেটে গেছেন নেতারা। বুধবার দুপুর ২টা১০ মিনিটে সিলেট পৌঁছার কথা থাকলেও ফ্লাইট দেরি হওয়ার কারণে বিকাল ৪টার দিকে সিলেট পৌঁছান তারা। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক জানিয়েছেন, ফ্লাইটে ড. কামাল হোসেন সঙ্গে ছিলেন, আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়। বেলা সাড়ে ৪টার দিকে শাহজালাল মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তারা। এসময় মাজার এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ এবং পথসভা করবেন বলে জানা গেছে। পরবর্তীতে শাহ পরাণ মাজার জিয়ারত করে ওই এলাকায় গণসংযোগ করবেন তারা। সন্ধ্যার ৭টার দিকে তারা ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: সিলেটে ঐক্যফ্রন্ট নেতারা; মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু নির্বাচনী প্রচারণা