২০১৯ সালে মুজিব বর্ষ পালন করা হবে: শেখ হাসিনা

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮

একুশ নিউজ: ২০১৯ সালে মুজিব বর্ষ পালন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে।

তিনি বলেন, আওয়ামী লীগের উন্নয়ন হচ্ছে গ্রামগঞ্জ পর্যন্ত। গ্রামের মানুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাচ্ছে। শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ পাচ্ছে।

কোটালিপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

আজকে কওমি মাদরাসার আমরা স্বীকৃতি দিয়েছি। আমরা চাই কেউ যাতে অবহেলায় না থাকে। আমরা সারাদেশে প্রত্যেক উপজেলায় স্কুল-কলেজ করার প্রকল্প নিয়েছি।

এর আগে বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি টুঙ্গিপাাড়ায় পৌঁছান। এরপর ২টা ১০ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন। এরপর কোটালিপাড়ায় জনসভায় অংশ নেন।

/আরএ

Comments