সর্বকনিষ্ঠ এবং দেশের প্রথম প্রতিবন্ধী সাংসদ প্রার্থী জাবির ‘ইদ্রিস আলী’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮ আল আমীন, জাবি প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্ব কনিষ্ঠ প্রার্থী হিসেবে ঢাকা-১৯ (সাভার, আশুলিয়া) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী মো. ইদ্রিস আলী। এন. ডি. এম এবং বাংলাদেশ মুসলিম লীগ (০২১) গণঐক্য নামে জোট থেকে হারিকেন প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি। এশিয়া মহাদেশের ৬ষ্ঠ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি বাংলাদেশের প্রথম ও বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ তরুণ সংসদ সদস্য পদপ্রার্থী ইদ্রিস আলীর জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৯৩ সালে মাগুরাতে। তিনি শারীরিক প্রতিবন্ধী। বিশ্বের বিভিন্ন দেশে অনেক প্রতিবন্ধী সংসদ সদস্য পদে নির্বাচন করেছে। কিন্তু বাংলাদেশে এবারেই প্রথম কোনো প্রতিবন্ধী প্রার্থী ভোটের মাঠে লড়বেন। এন. ডি. এম এর হয়ে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত ইদ্রিস আলী জানান, আসন্ন নির্বাচনে আমি এন. ডি. এম এর একজন প্রার্থী হিসেবে ঢাকা-১৯ (সাভার, আশুলিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমাদের এই দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। যিনি গেলো নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইদ্রিস আলী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ এর সাবেক ছাত্র। ‘অ্যাবিলিটি ডিজএবিলিটি ডিপেন্ডস অন মেন্টালিটি’ এই স্লোগানে তিনি নির্বাচনে লড়ছেন। ইদ্রিস আলী বলেন, দেশের প্রথম কোনো প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে সংসদ সদস্য (এম.পি) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে এবার দেশবাসীকে ভিন্ন কিছু করে দেখাতে চাই। আমি হারলে আমি নিজে হারবো, আমি জিতলে তরুণরাই জিতবে। তিনি আরো বলেন, একজন প্রতিবন্ধী ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে এবং নির্বাচনে প্রার্থী হলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব করলে বাংলাদেশ বিশ্ব দরবারে এগিয়ে যাবে। আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে দেশের উন্নয়েনে সমান অবদান রাখতে চাই। তাছাড়া আমি একজন বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাশ করে সমাজসেবায় নিয়োজিত আছি। সে জায়গা থেকে আরও বেশি সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। ইদ্রিস আলী সি. আ.পি প্রতিবন্ধী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ছিলেন। এ বছর তিনি এশিয়া ইন্সপাইরেশন পুরস্কার-২০১৮ অর্জন করেছেন। ৩০ নভেম্বর শ্রীলংকার রাজধানী কলম্বোতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে এ পুরস্কার গ্রহণ করেন। প্রতিবন্ধী মানুষদের সচেতনতা বৃদ্ধিমূলক কাজের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। এর আগে জানা যায় নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত ডা. সানসিলা প্রিয়াঙ্কা। সানসিলা প্রিয়াঙ্কার জন্ম ১৯৯৩ সালের ২২ জুন। অন্যদিকে ইদ্রিস আলীর জন্ম ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর। সেই হিসেবে ইদ্রিস আলী ডা. সানসিলার চেয়ে ২ মাস ১৬ দিনের ছোট। পূর্বের কবর…. নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী সানসিলা প্রিয়াঙ্কা /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: সর্বকনিষ্ঠ এবং দেশের প্রথম প্রতিবন্ধী সাংসদ প্রার্থী জাবির ‘ইদ্রিস আলী’