খালেদার মনোনয়ন বাতিলে ইসির দ্বিধাবিভক্ত রায়

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮

একুশ নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের আপিলে দ্বিধাবিভক্ত রায় দিয়েছে নির্বাচন।

আপিল শুনানিতে নির্বাচন কমিশনা মাহবুব তালুকদার খালেদা জিয়ার মনোনয়ন বৈধতার পক্ষে রায় দেন। তবে অন্য তিন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত চৌধুরী এবং সিইসি নূরুল হুদা বৈধতার বিপক্ষে রায় দেন।

ফলে  ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনেই খালেদা জিয়ার মনোনয়ন অবৈধ বলে ঘোষিত হলো।

আপিল শুনানি শেষ দিন আজ শনিবার বিকেলে খালেদার আপিলের শুনানি হয়। শুনানি শেষে রায় পেন্ডিংয়ে রাখা হয়। পরে সন্ধায় সংখ্যাগরিষ্ঠ মতের প্রেক্ষিতে খালেদার আপিল বাতিল করে দেয় নির্বাচন কমিশন।

এদিকে ঢাকা-৯ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা-৯ আসনে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের মনোনয় বৈধ ঘোষিত হয়েছে।

মির্জা আব্বাসের মনোনয়ন পূর্বে বৈধ ঘোষণা হয়েছিলো কিন্তু হলফনামায় ভুল তথ্য দেয়ার অভিযোগে তার মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেন মহাজোটের প্রার্থী রাশেদ খান মেনন।

আরএ

Comments