‘সরকার খালেদা জিয়ার সঠিক চিকিৎসা করতে দিতে চায় না’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮ স্টাফ রিপোর্টার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের সেবা নিতে যে আচরণটি করা হচ্ছে তাতে এটা পরিষ্কার যে, সরকার খালেদা জিয়ার সঠিক চিকিৎসা করতে দিতে চায় না। এর একটি মাত্র কারণ তারা তাকে ভয় পায়। কারণ তিনিই একমাত্র গণতন্ত্র রক্ষা করতে পারেন এবং এই দুঃশাসনকে পরাজিত করতে পারেন।’ বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে এই অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতাদের ব্যাংক লেনদেনের তদন্তে নামায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল প্রতিষ্ঠানটির ‘দ্বৈতনীতি’ নিয়ে প্রশ্ন তোলেন। ফখরুল বলেন, ‘দুদকের একমাত্র কাজ হচ্ছে বিরোধী দলের মামলাগুলো দাঁড় করানো এবং তদন্তের নামে তাদেরকে রাজনীতি থেকে বিরত রাখার চেষ্টা করা। গত দশ বছরে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা যে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, কয়জনের বিরুদ্ধে একটি তদন্ত করেছে দুদক? যারা আদালতে সাজা পেয়েছে তাদের সাজা আপনারা (দুদক) দিতে পারেননি। এখনো বহাল তবিয়তে মন্ত্রী আছে বহাল তবিয়তে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।’ দুই জোটের বাইরে থাকা দলগুলোকে নিয়ে বিএনপির বৃহত্তর ঐক্যের প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো সময় আসেনি। রাজনীতির প্রত্যেকটি জায়গার একটা সময় আছে। আমরা কথা বলছি, কথা চলছে। সবাইকে দেশের ও গণতন্ত্রের স্বার্থে একটা জায়গায় আসতে হবে।’ গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা জানতে চাইলে ফখরুল বলেন,‘আমরা সবসময় প্রত্যাশা করি একটি ভালো নির্বাচন হওয়া উচিত কিন্তু কখনো সেটি হয় না। যে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে তাদের কোনো ক্ষমতাই নেই। তারা ঠুটো জগন্নাথ। তাদের যে নির্দেশ করে তারা তাই করে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্যাতনের মাত্রা যত বৃদ্ধি পাবে গণতান্ত্রিক শক্তিগুলো তত বেশি ঐক্যবদ্ধ হবে। খালেদা জিয়ার মুক্তি ও জনগণের মুক্তি একই সূত্রে গাঁথা। জনগণ যদি ভোট দিতে পারে তাহলে নৌকা খুঁজে পাওয়া যাবে না।’ বিএনপি নেতাদের মধ্যে এসময় রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। #একুশ নিউজ/এএইচ Comments SHARES রাজনীতি বিষয়: