সরকার খালেদা জিয়াকে মাইনাস করতে চায়: খন্দকার মোশাররফ

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৮

স্টাফ রিপোর্টার: সরকার খালেদা জিয়াকে মাইনাস করতে চায়: খন্দকার মোশাররফ সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মাইনাস করে বিএনপিকে ছাড়া আবারও ভোটারবিহীন নির্বাচন করতে চায় বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম, খুলনা আয়োজিত এক প্রতিবাদ সভায় খন্দকার মোশাররফ এ কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবির মুরাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের মুক্তির দাবিতে ওই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সাক্ষ্য-প্রমাণ ছাড়া মিথ্যা মামলায় খালেদা জিয়াকে উপরের নির্দেশে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে। রাখা হয়েছে পরিত্যক্ত কারাগারে। অমানবিক অবস্থায় তাঁকে রাখা হচ্ছে। তিনি এখন অসুস্থ, যা দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে।

আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিনিধি পাঠিয়ে উন্নত চিকিৎসার আহ্বান জানিয়েছি। কিন্তু সরকার কর্ণপাত করছে না। কারণ বিএনপিকে বাইরে রেখে এবং খালেদা জিয়াকে মাইনাস করে আবার ভোট ছাড়া নির্বাচন করতে চায়। এজন্য তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করছে না। তিনি বলেন, খালেদা জিয়াকে মাইনাস করাই আওয়ামী লীগের একমাত্র উদ্দেশ্য।

সরকারকে হুঁশিয়ার করে দিয়ে খন্দকার মোশাররফ বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো অবনতি হলে তার দায়-দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। পরবর্তী যেকোনো পরিস্থিতির দায় আপনাদের।

মোশাররফ বলেন, আমাদের নেতাকর্মীরা প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে, মুক্তি পাচ্ছে, আবার গ্রেপ্তার হচ্ছে। কারণ এই সরকার তো স্বৈরাচার। সেজন্য ন্যায় ও সত্যের পক্ষে কথা বললে তাদের সহ্য করতে পারে না।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য অভিযোগ করে বলেন, কমিটি নিয়ে কথা বলার জন্য গতকাল ঢাকা মহানগর বিএনপি নেতারা বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন আগে গাজীপুরে নির্বাচন থেকে কেন সরে গেলেন এই রাগে জামায়াতের এক প্রার্থীসহ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনে হয় বাংলাদেশে ঘরোয়া রাজনীতিরও পারমিশন নেই। সামরিক শাসনেও এমন হয় না।

দেশে অলিখিত বাকশাল চলছে অভিযোগ করে তিনি বলেন, প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে সরকার বাকশাল কায়েম করছে।

আয়োজক সংগঠনের সভাপতি তারেক উজ জামান তারিকের সভাপতিত্বে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আলমগীর হাসান সোহানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান প্রমুখ।

/এমএম

Comments