শুরুর আগেই দুই উইকেট নেই, আর কত উইকেট পড়ে সময় বলে দেবে: কাদের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮ নিজস্ব প্রতিবেদক: ড. কামাল হোসেনের সঙ্গে বিএনপির ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ গঠন নিয়ে আওয়ামী লীগের বিচলিত হওয়ার কিছু নেই। এই ঐক্য কতদিন টেকে সেটাই দেখার বিষয়। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যারা গত দশ বছরে আন্দোলন করতে পারে নাই তারা এখনো কিছুই করতে পারবে না। ঐক্যফ্রন্ট গঠনের পর বিএনপি জোট থেকে ন্যাপ ও এনডিপির বেরিয়ে যাওয়ার ঘটনাকে ইঙ্গিত করে কাদের বলেন, শুরুর আগেই যাদের দুই উইকেট পড়ে গেছে। আরো কত উইকেট পড়বে তা সময় বলে দেবে। শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: শুরুর আগেই দুই উইকেট পড়ে গেছে; আর কত উইকেট পড়ে সময় বলে দেবে: কাদের