মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮ মারুফ মুনির: এশিয়া কাপে দূর্দান্ত খেলা শেষে আজ প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মরু শহর দুবাইয়ের ফাইনালে শেষ বলের নাটকীয়তায় ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। ইনজুরির জন্য সম্পূর্ণ টুর্নামেন্ট খেলতে পারেননি দলের দুই ভরসা সাকিব-তামিম। জিস্বাবুয়েরে বিপক্ষেও থাকছে না দলের অন্যতম এই সেরা দুই তারকা। আজ দুপুর আড়াইটায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি হচ্ছে টাইগাররা। শক্তির বিচারে পিছিয়ে থাকা জিম্বাবুয়েকে মোটেও হালকা ভাবে নিচ্ছেন না টিম বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুই তারকা ক্রিকাটার নেই। এমনিতেই একাদশে পরিবর্তন নিশ্চিত। টিম বাংলাদেশ সম্ভাব্য একাদশও ঘোষণা করেছে সেই পরিবর্তন নিশ্চিত করেই। জিম্বাবুয়ের বিপক্ষে দলে প্রথম বারের মতো জায়গা পেয়েছেন ফজলে রাব্বি। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে দেখা যেতে পারে ইমরুল কায়েসকে। সাকিবের জায়গায় তিন নম্বরে মোহাম্মাদ মিথুনের উপরেই আস্থা রাখবে টিম ম্যানেজম্যান্ট। মুশফিকুর-মাহমুদ থাকছেন আগের পজিশনেই। দেখে নেয়া যাক সম্পূর্ণ একাদশ। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: ১. লিটন দাস, ২. ইমরুল কায়েস, ৩. মোহাম্মদ মিথুন, ৪. মুশফিকুর রহীম, ৫. ফজলে রাব্বি, ৬. মাহমুদউল্লাহ রিয়াদ, ৭. মোহাম্মদ সাইফুদ্দিন / আরিফুল হক, ৮. মেহেদী হাসান মিরাজ, ৯. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ১০. মুস্তাফিজুর রহমান, ১১. রুবেল হোসেন। /আরএ Comments SHARES খেলাধুলা বিষয়: মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশ