বৈঠকে বসছে বিএনপিও জাতীয় ঐক্যের নেতারা

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৮

স্টাফ ডেস্ক: সন্ধায় বিএনপির সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐক্যের নেতারা। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

যুক্তফ্রন্টের শীর্ষ নেতা অধ‌্যাপক ডা. একিউ এম বদরুদ্দোজা চৌধুরী, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, বিএনপির তিন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কার্যকর সভাপতি সুব্রত চৌধুরী, মোস্তফা আমীন প্রমুখ বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

বৈঠকের সত্যতা স্বীকার করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বলেছেন, জাতীয় ঐক্যকে তরান্বিত করতেই এই বৈঠক। আশা করি, এই বৈঠকের মধ্য দিয়ে জাতীয় ঐক্য আরো এক ধাপ এগুবে।

/আরএ

Comments