বিদেশি পর্যবেক্ষদের জন্য নির্বাচন পেছানোর দাবি অযোক্তিক: কাদের

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

একুশ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি পর্যবেক্ষদের জন্য ৩০ ডিসেম্বরের পর নির্বাচন পেছানোর দাবি অযোক্তিক ও অবাস্তব।

৩০ ডিসেম্বরের পর নির্বাচন পেছানো নিয়ে বিএনপির দাবির প্রেক্ষিতে মঙ্গলবার এক কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এদিকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা নেওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন ফরম সংগ্রহকারী সবাই আজও ফরম জমা দিতে পারবেন।

প্রসঙ্গত, বিএনপি ও জাতীয় ঐক্যের পক্ষ থেকে গতকালকেও নির্বাচন কমপক্ষে এক মাসি পিছিয়ে দেয়ার দাবি জানানো হয়।

জাতীয় ঐক্যের অন্যতম নেতা জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন, নির্বাচন পেছানোর দাবিতে ঐক্যফ্রন্ট অনঢ় থাকবে।

আজ মঙ্গলবারও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক সংবাদ সম্মেলনে নির্বাচন পিছিয়ৈ দেওয়ার দাবি জানায়।

রিজভী অভিযোগ করে বলেন,  সরকারের কৌশলের অংশ হিসেবেই নির্বাচনের ঘোষণা দিয়েছে সিইসি।

/আরএ

Comments