বিএনপি নেতা তরিকুলের ইন্তেকাল; সোমবার বিকেলে যশোরে দাফন

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮

একুশ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সাবেক এই মন্ত্রী দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনিসহ নানা দুরারোগ্য জটিল রোগে ভুগছিলেন। রোববার বিকাল ৫টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।

বিএনপির অন্যতম বিশ্বস্ত এই নেতার মৃত্যুর খবরে তার দল ও অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেক নেতা হাসপাতালে ছুটে যান শেষবারের মতো তাকে দেখার জন্য। হাসপাতালের সামনে নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। যশোরে দলের নেতাকর্মীরা তরিকুল ইসলামের যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাড়িতে জড়ো হন। গোটা জেলা জুড়েই শোকের ছায়া নেমে এসেছে।

তরিকুল ইসলাম স্ত্রী নার্গিস ইসলাম, দুই ছেলে অমিত ও সুমিতকে রেখে গেছেন। স্ত্রী নার্গিস ইসলাম শিক্ষকতা করেছেন যশোর সরকারি সিটি কলেজের বাংলা বিভাগে। বড় ছেলে অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড.কামাল হোসেন, এলডিপির সভাপতি অলি আহম্মেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তরিকুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, গত ১১ দিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। টানা ১১ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১০ অক্টোবর তরিকুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ১২ অক্টোবর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়েছিল।

বর্ষীয়ান নেতা তরিকুল ইসলামের প্রথম জানাজার নামাজ সোমবার সকাল ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

এরপর সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হবে। বিকেলে ৪টায় যশোর ঈদগাহ মাঠে তৃতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

/আরএ

Comments