বিএনপি জোট ছাড়ার ঘোষণা ন্যাপ-এনডিপিরি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮ রুম্মান আজিজ: ড. কামাল হোসেনের সঙ্গে ‘জাতীয় ঐক্যফ্রন্টে’ যোগ দেওয়ায় বিএনপি জোট ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি (ন্যাপ) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। মঙ্গলবার বিকেলে দল দুটি এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেয়। দলের হয়ে এই ঘোষণা দেন ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মর্তুজা। সংবাদ সম্মেলনে বলা হয়, ঐক্যফ্রন্ট নিয়ে যারা অগ্রণি ভূমিকা পালন করছে তারা এক এগারোর সময় তারা অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সক্রিয় ছিলো। এরা মাইসান টু ফর্মূলায় জড়িত ছিলো। এক এগারোর কুশিলবদের সাথে জোট গঠন করায় আমরা হতাশ। ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গনি বলেন, এমনকি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন যেই মামলায় কারাগারে রয়েছেন, সেই মামলা দায়েরের নেপথ্য নায়করা রয়েছে এই জোটের পেছনে। গনি বলেন, আমাদের আশঙ্কা আমরা ক্ষমতায় যেতে আরেকটি অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে অংশ নিচ্ছি। এ আশঙ্কা থেকে আমরা বিএনপি জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আরএ Comments SHARES রাজনীতি বিষয়: bikashnewsdj bikash songekushey newsekushey news Bangladeshekushey news bdekushey news liveekushey news onlineekushey tv job news presenterekushey tv news archiveekushey tv news presenterekushey tv news todayekushey tv news videoekushnewsএকুশ নিউজএকুশনিউজ২৪এনডিপিজাতীয় ঐক্যফ্রন্টজাতীয় জোটন্যঅপবিএনপি জোট ছাড়ার ঘোষণা ন্যাপ-এনডিপিরি