একুশনিউজ২৪: বিএনপি-কামাল জোট ১/১১ এর মতোই দেশে আরেকটি অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার অশুভ লক্ষ্য নিয়েই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন। তবে তারা তারা সফল হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
কামরুল বলেন, তাদের কোন অযৌক্তিক দাবি মানা হবে না। বর্তমান সংসদ বহাল রেখেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের নের্তৃত্ব দেবেন। সংবিধানের বিধি-বিধানের বাইরে যাবার কোন সুযোগ নেই।
আজ দুপুরে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বাজারে গিয়ে জনসংযোগ করে নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
হযরতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন শফিউল আযম খান বারকু, ইউসুফ আলী চৌধুরী সেলিম প্রমুখ।
/এমএম