বিএনপির ‘অশ্বডিম্ব’টা ফুটেনি বরং ফেটে গেছে: হাছান মাহমুদ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৮ একুশ ডেস্ক: আগস্ট-সেপ্টেম্বর মাসজুড়ে তারা (বিএনপি) অনেক হাঁকডাক দিয়ে অক্টোবর মাসে একটি বড় ‘অশ্বডিম্ব’ পাড়লেন, নাম দিলেন জাতীয় ঐক্য। এই ডিম্বটা ফুটে নাই বরং ফেটে গেছে। জাতীয় ঐক্য গঠন এবং তাতে বিএনপির যোগ দেওয়া নিয়ে এমন মন্তব্যই করলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ খন্দকার। হাছান মাহমুদ বলেছেন, যে সমস্ত সন্ত্রাসী, জঙ্গিগোষ্ঠী ও অগ্নিসংযোগকারী বিএনপির ছত্রছায়ায় ২০১৩, ’১৪ ও ’১৫ সালে বাংলাদেশে অগ্নিসন্ত্রাস চালিয়েছিলো তারা এখন আবার ঐক্যফ্রন্টের ব্যানারে মাঠে নেমেছে। তিনি বলেন, এখন আসামিদের গ্রেফতার করলে বিএনপি সংবাদ সম্মেলন করে। সন্ত্রাসী, জঙ্গিগোষ্ঠী ও অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান আরো জোরদার করা প্রয়োজন বলে জানান তিনি। আজ ঢাকা রিপোটার্স ইউনিটির তৃতীয় তলার স্বাধীনতা হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘ঐক্যফ্রন্টের নামে দেশ রিরোধী ষড়যন্ত্র রুখে দাড়াও’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাছান মাহমুদ। ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল ইসলাম টুকু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: বিএনপির 'অশ্বডিম্ব'টা ফুটে নাই বরং ফেটে গেছে: হাছান মাহমুদ