বাম জোটকে চিঠি পাঠানোর অনুরোধ জানিয়ে ফোন

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৮

একুশ নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ চেয়ে চিঠি পাঠানোর অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে ফোন করা হয়েছে।

আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল গতকাল বুধবার সন্ধায় বামজোটের সমন্বয়ক সাইফুল হককে ফোন করে সংলাপ চেয়ে চিঠি পাঠানোর জন্য অনুরোধ করেন।

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোটকেও আলোচনার টেবিলে পেতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ ব্যাপারে বাম গণতান্ত্রিক জোট নেতারা আজ বৃহস্পতিবার বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, আটটি বাম দলের সমন্বয়ে ‘বাম গণতান্ত্রিক জোট’র আত্মপ্রকাশ ঘটে গত ১৮ জুলাই। দলগুলো হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক আন্দোলন।

/আরএ

Comments