ফরাস উদ্দিন প্রার্থী হওয়ায় পাল্টে যাচ্ছে হবিগঞ্জের নির্বাচনী হিসাব-নিকাশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮ একুশ নিউজ, হবিগঞ্জের খবর: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন প্রার্থী হওয়ায় পাল্টে যাচ্ছে হবিগঞ্জ জেলার নির্বাচনী হিসাব-নিকাশ। মহাজোটগত কারনে জেলার সব আসনেই অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে আ’লীগ ও জাপার শক্তিশালী প্রার্থীদের নির্বাচন। যেকারনে সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন চরম উদ্বেগ-উৎকন্ঠায়। ধুয়াশার ধূম্রজালে আচ্ছন্ন উভয় দলের নেতা-কর্মীরাও। জানা যায়, হবিগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ ব্যাংকের সাবেক সপ্তম গভর্নর ড. ফরাস উদ্দিন রাজনীতিতে আসছেন এমন গুঞ্জন দীর্ঘদিন ধরে চলে আসলেও তার নির্বাচনে আসার বিষয়টি ছিল অনিশ্চিত। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল রোববার তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র ক্রয় করেন। এতে একদিনের মধ্যেই পাল্টে যায় জেলার সকল নির্বাচনী হিসাব-নিকাশ। মহাজোটগত কারনে অনেকটা অনিশ্চয়তা ও বিপাকে পড়েছেন দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে থাকা সম্ভাব্য প্রার্থীরা। শুধু তাই নয়, নিজের প্রার্থীতা নিয়ে আচমকা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন একাধিক বর্তমান সাংসদও। এটিই এখন জেলার সর্বোচ্চ আলোচিত বিষয়। ধুয়াশার ধূম্রজালে আচ্ছন্ন উভয় দলের নেতা-কর্মীরাও পড়েছেন চরম বিভ্রান্তিতে। উদ্বেগ-উৎকন্ঠায় নির্ঘুম রাত কাটছে তুমুল জনপ্রিয়তার অধিকারী প্রার্থীদেরও। যে কারণে ভেতরে ভেতরে বহুগুন বেড়েছে কেন্দ্রের সন্তুষ্টি অর্জনের দৌড়ঝাপ। জেলা জাতীয় পার্টি সূত্র জানায়, হবিগঞ্জের ২টি আসনে মহাজোটের সমর্থন দাবী করলেও যেকোন ১টি আসন পেলেই সন্তুষ্ট থাকতেন তারা। কিন্তু হবিগঞ্জ- ৪ আসনে ড. ফরাশ উদ্দিন আওয়ামীলীগের প্রার্থী হওয়ায় একটি আসন প্রাপ্তি নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় কিছুটা হতাশা বিরাজ করছে তৃনমূল জাপা নেতা-কর্মীদের মধ্যে। এ প্রতিবেদকের সাথে আলাপকালে বহু জাপা নেতা-কর্মী জানান, প্রধানত তাদের টার্গেট ছিল হবিগঞ্জ-১ ও হবিগঞ্জ-৪ আসন। প্রত্যাশা ছিলো, জাপার কেন্দ্রীয় নেতা বর্তমান সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবুকে হবিগঞ্জ-১ আসনে অথবা কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাপার সভাপতি আতিকুর রহমান আতিককে হবিগঞ্জ-৪ আসনে সমর্থন দেবে মহাজোট। কিন্তু দুটি আসনই এখন আওয়ামীলীগের শক্তিশালী প্রার্থীরা জোর লবিং চালাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা, ড. ফরাস উদ্দিন শেষ পর্যন্ত হবিগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী হলে এর প্রভাব পড়তে পারে জেলার অন্য ৩ আসনেও। নির্বাচনী মাঠ থেকে ছিটকে পড়তে পাড়েন আ’লীগ ও জাপার একাধিক শক্তিশালী প্রার্থী। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: ফরাস উদ্দিন প্রার্থী হওয়ায় পাল্টে যাচ্ছে হবিগঞ্জের নির্বাচনী হিসাব-নিকাশ