পাঁচ বিভাগে যারা এ পর্যন্ত বিএনপির চিঠি পেলেন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮ একুশ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি। প্রথমদিনে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের মনোনীত প্রার্থীদের চিঠি দেয় দলটি। বাকীদের আাগামীকাল মঙ্গলবার দেয়া হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি হস্তান্তর করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার নামে বগুড়া-৬ ও ৭ আসনের চিঠি উন্মুক্ত করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের চিঠি শুরু হয়। এ পর্যন্ত যারা চিঠি পেলেন…… বগুড়া ৬ ও ৭: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রংপুর-১ মোকাররম হোসেন সুজন রংপুর-২ ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী রংপুর-৩ মোজাফফর আহমদ ও রিতা রহমান রংপুর-৪ এমদাদুল হক ভরসা রংপুর-৫ সোলাইমান আলম ও ডা. মমতাজ রংপুর-৬ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর-১ মঞ্জুরুল ইসলাম ও মামুনুর রশিদ দিনাজপুর-২ সাদিক রিয়াজ পিনাক দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর ও মোজাহার হোসেন দিনাজপুর-৪ হাফিজ/আক্তারুজ্জামান মিয়া দিনাজপুর-৫ রেজয়ানুল হক ও জাকারিয়া বাচ্চু দিনাজপুর-৬ লুৎফর রহমান ও শাহিন রাজশাহী-১ ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী-২ মিজানুর রহমান মিলু রাজশাহী-৩ শফিকুল হক মিলন রাজশাহী-৪ আবু হেনা কুমিল্লা-২ রেদওয়ান আহমেদ (এলডিপি) নোয়াখালী-২ জয়নাল আবেদীন ফারুক নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ ফেনী-২ জয়নাল আবেদী ভিপি ফেনী- ৩ আব্দুল আউয়াল মিন্টু ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৪ নাজিম উদ্দিন আলম বরিশাল-১ জহিরুদ্দিন স্বপন বরিশাল-২ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল-৩ সেলিমা রহমান বরিশাল-৪ রাজীব আহসান/মেজবাহ উদ্দীন বরিশাল-৫ মজিবুর রহমান সারোয়ার পটুয়াখালী ৩: হাসান মামুন পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেন পাবনা-৫ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস সিলেট-২ তাহসিনা রুশদির লুনা মৌলভীবাজার-২ সুলতান মো. মুনসুর নরসিংদী-১ খায়রুল কবীর নরসিংদী-৩ সানাউল্লাহ মিয়া /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: চার বিভাগের মনোনীতদের চিঠি দিচ্ছে বিএনপি; এ পর্যন্ত যারা পেলেনপাঁচ বিভাগে যারা এ পর্যন্ত বিএনপির চিঠি পেলেন