ঠাকুরগাঁও-এর ৩ টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থীরা

প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮

একুশ ডেস্ক: গতকাল বুধবার (২৮/১১/২০১৮) ঠাকুরগাঁও ১, ২ এবং ৩ নং সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীগণ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-১ আসনে জেলা রিটার্নিং অফিসার (জেলা প্রশাসক) মহোদয়ের নিকট মনোনয়নপত্র জমা দেন মো: আব্দুল জব্বার, ঠাকুরগাঁও-২ আসনে জেলা সহকারী রিটার্নিং অফিসার (ইউ.এন.ও, পীরগঞ্জ) মহোদয়ের নিকট মনোনয়নপত্র জমা দেন নাজিম উদ্দীন আহম্মেদ এবং ঠাকুরগাঁও-৩ আসনে জেলা সহকারী রিটার্নিং অফিসার (ইউ.এন.ও, বালিয়াডাংগী) মহোদয়ের নিকট মনোনয়নপত্র জমা দেন মো: রেজাউল করিম।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীগণের সাথে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা হাফিজ উদ্দীন, সেক্রেটারী মতিউর রহমান বায়েজিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন ঠাকুরগাঁও জেলা সভাপতি মুসা বিন হারুন, ইশা ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলা সভাপতি মুহাম্মাদ সারাফাত হোসেন, দফতর সম্পাদক রাকিবুল ইসলামসহ জেলা ও থানার প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় সাংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের জবাবে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ইসলাম দেশ ও মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর- পীর সাহেব চরমোনাই ৩০০ আসনেই একক ভাবে প্রার্থী দিয়েছেন এবং তারা ৩০০ আসনেই মনোনয়নপত্র জমা দিয়েছে।

তারা আরো বলেন, ঠাকুরগাঁওয়ের ভোটারগণ তাদের ভাগ্যের পরির্তনের জন্য এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীগণকে হাতপাখায় ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।

বিআইজে/

Comments