পদ্মা সেতুর নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৮

একুশ ডেস্ক: বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১১টায় মাওয়া প্রান্তের পদ্মা সেতুর নামফলক উন্মোচন করেন তিনি।

এর মাধ্যমে পদ্মসেতু নির্মাণে নতুন দিগন্তের উন্মোচণ হলো। পদ্মাসেতু নির্মাণ সম্পন্ন হলে দেশের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানাীর বানিজ্যিক ও অন্যান্য যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচণ হবে।

এরপর মহাসড়কের ঢাকা-মাওয়া অংশের উদ্বোধন, মাওয়া প্রান্তে পদ্মা রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এছাড়াও তিনি ১২টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে গিয়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শন, মূল নদী শাসন কাজ সংলগ্ন স্থায়ী নদী তীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নামফলক উন্মোচন এবং পাঁচ্চর-ভাঙ্গা ১ হাজার ৩৯০ মিটার ছয় লেন সড়কের কাজের উদ্বোধন করবেন।

এরপর বিকাল ৩টায় মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবভন থেকে মাওয়ার উদ্যেশ্যে রওয়ানা হন।

/এমএম

Comments