নির্বাচনে স্বাগত জানাই, কিন্তু তারা নতুন সাথী নিয়ে অশুভ চক্রান্ত করছে: বিএনপিকে নাসিম

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮

একুশ নিউজ: নির্বাচনে আমরা তাদের স্বাগত জানাই। কিন্তু বিএনপি-জামায়াত নতুন সাথী নিয়ে অশুভ চক্রান্ত শুরু করেছে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মোাহাম্মদ নাসিম বলেছেন, অযৌক্তিক দাবি আদায়ের নামে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে দেশের মানুষ তাদের প্রতিহত করবে।

আজ বুধবার দুপুরে ১৪ দলের এক সভা শেষে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।

সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ১/১১ এর সময় দেশবাসী ড. কামাল হোসেনের ভূমিকা দেখেছে।

তিনি তখনকার অনির্বাচিত, অগণতান্ত্রিক সরকার সম্পর্কে বলেছিলেন এই সরকার যত দিন ইচ্ছা চালিয়ে যেতে পারবে। এই হচ্ছেন ড. কামাল হোসেন।

/আরএ

Comments