নির্বাচনকালীন সরকারের দাবিতে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: এটিএম হেমায়েত উদ্দিন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮ নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বলেছেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে সকল রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ। সবার একটাই চাওয়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে আদর্শিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে জানিয়ে তিনি বলেন, গতানুগতিক রাজনীতির বাইরে একমাত্র ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করাই মূল্য লক্ষ্য। এ লক্ষ্যে পৌঁছতে দলের সকল সহযোগি সংগঠনকে নিরলসভাবে কাজ করতে হবে। এজন্য প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত তুলে ধরতে হবে। শনিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা হামিদ কমিউনিটি সেন্টারে ইসলামী শ্রমিক আন্দোলনের সদস্য সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অধ্যাপক হেমায়েত উদ্দিন বলেন, মানুষ শান্তি চায়, মুক্তি চায়, বাঁচার মত বাঁচতে চায়। চলমান শাসন ব্যবস্থা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। এখানে ভোটের অধিকার নেই, স্বাধীনভাবে বসবাসের অধিকার নেই। এমতাবস্থায় পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে একটি অর্থবহ পরিবর্তনের লক্ষ্যে সকলকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নগর দক্ষিণ সহ-সভাপতি ও ঢাকা-৪ আসনের প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন, শ্রমিকনেতা হাফেজ ওবায়দুল্লাহ বরকত ও নকীব বিন হুসাইন। ওয়ার্ড সভাপতি মুহা. ওয়ালীউল্লাহ বাবুলের সভাপতিত্বে এবং আবুল খায়ের হিরুর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন আব্দুল খালেক হাওলাদার, মুহা. রমজান আলীসহ থানা ও য়ার্ড নেতৃবৃন্দ। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: নির্বাচনকালীন সরকারের দাবিতে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: এটিএম হেমায়েত উদ্দিন