নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই বিএনপি

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৮

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নেতা-কর্মীদের শপথ নিয়ে সংগ্রাম গড়ে তুলতে হবে। মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সোচ্চার দাবি তুলি।’

নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে সংসদ ভেঙে দিয়ে ‘দল নিরপেক্ষ সরকারে’র অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি।

একই সঙ্গে খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি এবং অবাধ পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে দলটি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক র‌্যালি পূর্ববর্তী বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা দেশের সকল মানুষ শান্তি চায়, গণতন্ত্রকে ফিরে পেতে চায়। দেশনেত্রী খালেদা জিয়াকে অবশ্যই মুক্তি দিতে হবে, মিথ্যা মামলায় আটক সকল রাজবন্দির মুক্তি দিতে হবে।’

র‌্যালিটি রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর গিয়ে শেষ হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নেতা-কর্মীদের শপথ নিয়ে সংগ্রাম গড়ে তুলতে হবে। মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সোচ্চার দাবি তুলি।’

নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতসহ বেশ কয়েকটি শর্ত দিয়ে তিনি বলেন, ‘একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করেতে হবে। পার্লামেন্ট ভেঙে দিয়ে সত্যিকার অর্থে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

বর্তমান সময়ে মানুষের কোনো অধিকার নেই দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘যে চেতনা নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই চেতনার মূল বিষয়টি ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বর্তমানে সেই চেতনাকে ধ্বংস করে, গণতন্ত্র ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়।’

#একুশ নিউজ/এএইচ

Comments