নরসিংদীতে দুই বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮

একুশ নিউজ: জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীতে ঘিরে রাখা দুই আস্তানায় বেশ কয়েকজন জঙ্গি ও গোলাবারুদ রয়েছে। বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি জানান, আস্তানা দু’টি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরমধ্যে একটি বাড়িয়ে অভিযান শুরু হয়েছে। প্রথমটি শেষ হলে অন্য বাড়িতেও অভিযান পরিচালনা করা হবে।

মঙ্গলবার সকালে নরসিংদীর মাধবদী পৌরসভার গাঙপাড় এলাকার আফজাল হাজির নিলুফা ভিলার সামনে সাংবাদিকদের এসব কথা জানান মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, এরই মধ্যে কাউন্টার টেরোরিজমের পাশাপাশি পুলিশের বিশেষ বাহিনী সোয়াট ও বোমা নিষ্ক্রিয়কারী দল অভিযানে যোগ দিয়েছে।

সোমবার রাত ১০ থেকে নরসিংদীর মাধবদী পৌরসভার গাঙপাড় এলাকার আফজাল হাজির নিলুফা ভিলা ঘিরে রাখে পুলিশ। পরে মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে অভিযান শুরু হয়। এর আগে সকাল পৌনে আটটার দিকে ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের সরিয়ে নেওয়া হয়।

ভবনটিতে জঙ্গি কর্মকাণ্ড চলছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে বাড়ি দুটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

/আরএ

Comments