দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে : ফখরুল

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, মে ২০, ২০১৮

স্টাফ রিপোর্টার : রবিবার (২০ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে না পারলে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে তিনি মনে করেন, দেশের এই ক্রান্তিলগ্নে জাতির স্বার্থে, গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে নিজেদের সংগ্রামকে নিজেদেরই চালিয়ে নিতে হবে।

সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব আরো বলেন, ‘আমি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের পক্ষ থেকে আপনাদেরকে (কূটনৈতিকবৃন্দ) রমজানের ইফতারে স্বাগত জানাচ্ছি। আমি নিশ্চিত যে, আজকে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আপনারা উপলব্ধি করছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আজ বেগম জিয়া পরিত্যক্ত জেলখানার চার দেওয়ালে মধ্যে কঠিন সময় অতিক্রান্ত করছেন। তাঁকে একটি মিথ্যা বানোয়াট মামলায় বিনাদোষে কারাবন্দি হয়ে সুবিচার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হতে হচ্ছে।’

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘বৈশ্বিক যুগে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আমাদের উদ্বেগ আমরা আমাদের বিদেশী বন্ধুদের সাথে শেয়ার করছি। তবে আমরা বুঝি যে, আমাদের যে সংগ্রাম সেটা আমাদের নিজেদেরকেই সামনে দিকে এগিয়ে নিতে হবে।’

#একুশ নিউজ/এএইচ

Comments