দু’একদিনের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী তালিক চূড়ান্ত হবে

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮

একুশ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দু’একদিনের মধ্যে আওয়ামী লীগের এবং এক সপ্তাহের মধ্যে শরিক দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

এ সময় নির্বাচন বানচালের অভিযোগ তুলে কাদের বলেন, লবিস্ট নিয়োগ করে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপি সংশয় সৃষ্টি করছে।

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভায় তিনি এসব কথা বলেন।

বিরোধী রাজনীতিকদের লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের।

এ সময় নরসিংদীতে আওয়ামী লীগের দু’গ্রপুরে সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় সংবাদ প্রকাশ করাকে  রাজনৈতিকভাবে পরিকল্পিত বলে মন্তব্য করেন কাদের।

/আরএ

Comments