ঢাকা-৬ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশা করছেন গাজী আবু সাঈদ

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮

একুশ নিউজ: ঢাকা-৬ জাতীয় সংসদের ১৭৯নং আসন। ঢাকা জেলার ওয়ারী, গেন্ডারিয়া, সূত্রাপুর, কোতয়ালীর একাংশ, ও বংশালের একাংশ নিয়ে গঠিত এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১ টি ওয়ার্ড অর্ন্তভুক্ত।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন আটজন।

জাতীয় পার্টি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সাংসদ কাজী ফিরোজ রশীদ। বিএনপিতেও রয়েছে একাধিক প্রার্থী। রয়েছে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতিকে একক প্রার্থী আলহাজ মো. মনোয়ার খান।

বিগত নব্বইয়ের দশকের নির্বাচন থেকে ২০০৮ পর্যন্ত সব নির্বাচনে দুবার করে এ আসন দখলে রাখে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে মনোনয়ন পায় জাতীয় পার্টি। এবারও মহাজোট থেকে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ মনোনয়ন প্রত্যাশি।

দশম জাতীয় সংসদ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট না গেলেও এবার তারা অংশ নেবে। একই সঙ্গে ২০-দলীয় জোটসহ নির্বাচনের জোর প্রস্তুতি নিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টও।

সরেজমিনে দেখা যায় আওয়ামী লীগের একাধিক নেতা নৌকা মার্কায় ভোট চেয়ে বিভিন্ন ধরণের স্লোগান সংবলিত পোস্টার সেটেছেন। বর্তমান সরকারের বিভিন্ন ধরণের উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরছেন তারা।

মনোনয়ন প্রত্যাশি আওয়ামী লীগের একাধিক নেতা জনগণের কাছে নৌকার জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন।

কিন্তু বিএনপি বা ২০-দলীয় জোট অথবা জাতীয় ঐক্যফ্রন্টের কোনো নেতা নির্বাচনকে সামনে রেখে কোনো প্রকার পোস্টার সাঁটানো বা প্রচার-প্রচারণা চালাতে দেখা যায়নি।

আওয়ামী লীগের একাধিক প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাশা করছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ।

জানতে চাইলে সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ বলেন বর্তমান সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকাণ্ড সাধারণ জনগণের কাছে তুলে ধরে নৌকার জন্য ভোট চেয়ে বেড়াচ্ছি।

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সূত্রাপুর থানা আওয়ামী লীগকে সংগঠিত করেছি। বিএনপি জামাতের জ্বালাও পোড়াও আন্দোলনের সময় সক্রিয়ভাবে মাঠে থেকে কাজ করছি।

শিক্ষাজীবনেই বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে যাই। পরবর্তীতে সফলতার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি।

আমি আশাবাদী নির্বাচনে আমাকে আওয়ামী লীগ জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দিবে।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে এছাড়াও আরো আলোচনায় আছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মান্নাফি।

আছেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন।

এছাড়াও আছেন, গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ মিনু, সূত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. সহিদও।

/আরএ

Comments