টেস্ট অভিষেকে পাকিস্তানকে কাঁপালো আয়ারল্যান্ড নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, মে ১৩, ২০১৮ মারুফ মুনির: ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নেমেছে আয়ারল্যান্ড। উত্তেজনায় কাঁপছেন গোটা আইরিশ ক্রিকে দল। তবে সে কাঁপুনিতে বৃষ্টি খানিকটা বাঁধ সেধেছিল। ম্যাচের প্রথম দিনের পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। অবশ্য দ্বিতীয় দিনে এসে ১১তম দেশ হিসেবে টেস্টের আঙ্গিনায় পা রাখতে পেরেছে আয়ারল্যান্ড। আর অভিষেক টেস্টেই আইরিশ বোলাররা কাঁপিয়ে ছাড়ছেন নিজেদের অভিষেক টেস্টের প্রতিপক্ষ পাকিস্তানকে। ডাবলিনের ম্যালাহাইড মাঠে এদিন আয়ারল্যান্ডের ইতিহাসের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে টসে যান উইলিয়াম পোর্টারফিল্ড। প্রথম টেস্টে কয়েন ভাগ্যও আইরিশদের পক্ষেই যায়। টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠান স্বাগতিক অধিনায়ক পোর্টারফিল্ড। টেস্টে আইরিশদের হয়ে প্রথম বল করেন মারটাঘ। মাত্র ১৩ রানেই অতিথিদের দুই উইকেট তুলে নিয়ে পোটারফিল্ডের ভরসার প্রতিদান দেন জেমস মারটাঘ ও বয়েড র্যানকিন।শুরুতেই ওপেনার আজহার আলীর (৭ রান) উইকেটটি তুলে নেন রানকিন। এরপর ইমামুল হককে ৭ রানে ফেরান মারটাঘ। দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। হারিস সোহেল ও আসাদ শফিক কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। দুজনের ৫৮ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামলে উঠলেও থমসনের বলে ৩১ রান করে ফিরে যান হারিস। এরপর ৬২ রানে ফিরে যান আসাদ শফিকও। আসাদ শফিকের উইকেটটি নেন রানকিন। এরপর আরও দুই উইকেট শিকার করে বসেছে চালকের আসনে বসে যায় আইরিশরা। এরপর আবারও আক্রমণ করেন মারটাঘ। বাবর আাজমকে ফেরান ১৪ রানে। থমসন ফেরান পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে ২০ রানে। শেষ পর্যন্ত দিন শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২৬৮। ব্যাটিংয়ে সাদাফ খান ৫২ রান এবং ফাহিম আশরাফ ৬১ রান অপরাজিত আছেন। /এমএম Comments SHARES খেলাধুলা বিষয়: টেস্ট অভিষেকে পাকিস্তানকে কাঁপালো আয়ারল্যান্ড