চিকিৎসা করতে দিবে না,আমি মৃ্ত্যুকে ভয় পাই না, তোমরা ভয় পেয়ো না: এরশাদ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৮ একুশ নিউজ: এরশাদকে চিকিৎসা করতে দেয়া হচ্ছে না অভিযোগ করে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমাকে চিকিৎসা করতে দিবে না, আমি মৃ্ত্যুকে ভয় পাই না, তোমরা ভয় পেয়ো না। এরশাদ বলেন, তোমাদের ওপর সব নির্ভর করবে। তোমরা কেউ পার্টি ছেড়ে যেও না, আমাকে প্রতিশ্রুতি দাও। প্রায় ১৫ দিন পর আজ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) হঠাৎ বনানী কার্যালয়ের সামনে গাড়িতে বসে কর্মীদেরকে এসব কথা বলেন এরশাদ। এ সময় গাড়িতে করে বনানী কার্যালয়ে সামনে এলেও কার্যালয়ে প্রবেশ করেননি তিনি। এরশাদ বলেন, আজ বলতে এসেছি, আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আমি এগিয়ে যাবো। আমার ব্লাড শর্টেজ রয়েছে, বাসায় যাচ্ছি। আমার বয়স হয়েছে, চিকিৎসা করতে দেবে না। বাইরে যেতে দেবে না। মৃত্যুকে ভয় করি না। মাত্র কয়েক মিনিটের জন্য কর্মীদের উদ্দেশ্যে এরশাদ বলেন, তোমাদের কোনো ভয় নেই। জাপা তোমাদের মাঝে বেঁচে থাকবে। জাপা চিরদিন নির্বাচন করেছে, এবারও করবে। এরশাদ বলেন, পুরনো মহাসচিবকে (এবিএম রুহুল আমিন হাওলাদার) ভালোবাসতাম। নতুন মহাসচিবকে (মসিউর রহমান রাঙ্গা) তোমরা ভালোবেসো। সে নতুন, তাকে সাহায্য করো। বেঁচে আছি, বেঁচে থাকবো। এরশাদ বলেন, ২৭ বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরেছি, পার্টি ছাড়ি নাই। সব নির্ভর করে তোমাদের ওপর। কেউ পার্টি ছেড়ে যেও না, আমাকে প্রতিশ্রুতি দাও। এ সময় এরশাদের কার্যালয়ের সামনে নেতাকর্মীরা ‘এরশাদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’। ’অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’। ‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। গত ১৭ নভেম্বর এরশাদ সিএমইচ হাসপাতালে ভর্তি হন। এরপর সর্বশেষ গত ২০ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে কথা বলেন তিনি। এরপর থেকে কখনো বাসায় কখনো সিএমএইচ-এ ভর্তি হয়েছে তিনি। এরমধ্যে গণমাধ্যমকর্মীেদের সামনে আসেননি কখনো। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: আমি মৃ্ত্যুকে ভয় পাই নাএরশাদচিকিৎসা করতে দিবে নাতোমরা ভয় পেয়ো না: এরশাচিকিৎসা করতে দিবে নাতোমরা ভয় পেয়ো না: এরশাদ