খালেদা জিয়াকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে: ড. কামাল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮ একুশডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে। অামি অবশ্যই খালেদা জিয়ার মুক্তি চাই, সাথে অন্যান্য রাজবন্দিদেরও মুক্তি চাই। ড. কামাল বলেন, দেশে আইনের শাসন নেই। যেন-তেনভাবে বিরোধীদের সবাইকে গ্রেফতার ও হয়রানি করা চলবে না। আইন বিরোধী দলের জন্য একরকম আর সরকারি দলের জন্য একরকম, এটা চলতে পারে না। মঙ্গলবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ড. কামাল এসব কথা বলেন। উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে ড. কামাল বলেন, আপনারা দেশের মালিক, আপনারা মালিক হিসেবে আছেন। দেশে সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র মূল্যহীন থাকে। সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের দাঁড়াতে হবে। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ থেকে সকল সিদ্ধান্ত নেবো। সুষ্ঠু নির্বাচনের জন্য আপোসহীন আন্দোলন চালিয়ে যাবো। ড. কামাল হোসেন আরও বলেন, আমি কোনো দলের সদস্য হিসেবে বলছি না। দেশের মালিক হিসেবে আপনারা দাঁড়িয়ে যান। যেভাবে দেশ চলছে তা হতে পারে না। সুষ্ঠু ভোটের জন্য শপথ নিন। সবাই ঐক্যবদ্ধ থাকবেন কারো সঙ্গে আপস করবেন না। নির্বাচনের আগে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবিতে এ জনসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন, বিএনপি ব্যারিস্টার মওদুদ আহমেদ, জেনারেল আব্দুল মঈন খান, নাগরিক ঐক্যের অন্যতম নেতা জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: খালেদা জিয়াকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে: ড. কামাল