কারান-বাটলারের ফিফটিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮ স্পোর্টস ডেস্ক: স্পিন-বান্ধব উইকেটে শুরু থেকেই দাপট দেখান শ্রীলঙ্কার বোলাররা। তাদের ঘূর্ণি জাদুর মাঝে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেন ইংল্যান্ডের জস বাটলার। এরপর শেষ উইকেট জুটিতে স্যাম কারানের দৃঢ়তায় সফরকারীরা যোগ করে গুরুত্বপূর্ণ ৬০ রান। তাতে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম ইনিংসে লড়াকু সংগ্রহ জমা করেছে দলটি। বুধবার লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৮৫ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। প্রথম দিন থেকেই স্পিন বোলাররা পেয়েছেন উইকেটের সহায়তা। ফলে টেস্ট ম্যাচটি যে পাঁচদিন গড়াচ্ছে না- তার আগাম বার্তাই পাওয়া গেছে। ইংল্যান্ডের ১০ উইকেটের ৯টিই নেন তিন লঙ্কান স্পিনার মিলে। জবাব দিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১ উইকেটে ২৬ রান তুলে দিনের খেলা শেষ করেছে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দিনের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। তাদের ইনিংসে প্রথম আঘাত হানেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক সুরঙ্গা লাকমল। বাকি সময়টা স্পিনারাদের রাজত্ব। আগের টেস্টে দারুণ বোলিং করা দিলরুয়ান পেরেরা ৬১ রানে নেন ৪ উইকেট। রঙ্গনা হেরাথের পরিবর্তে দলে জায়গা পাওয়া মালিন্দা পুষ্পকুমারাকে ৩ উইকেট নিতে খরচ করতে হয় ৮৯ রান। আকিলা দনঞ্জয়া ২ উইকেট পান ৮০ রানে। ওপেনার ররি বার্নসের ৮১ বলে ৪৩ রানের ইনিংসের পর লঙ্কান স্পিনারদের বিপক্ষে পাল্টা প্রতিরোধ গড়েন বাটলার। ৬৭ বলে ৭ চারে ৬৩ রান করেন তিনি। এরপর ইনিংসের শেষে অল-রাউন্ডার কারান ব্যাট হাতে আলো ছড়ান। তার ৬৪ রানের ইনিংসের কল্যাণে ইংল্যান্ডের স্কোর পৌঁছায় ২৮৫ রান পর্যন্ত। ১১৯ বলের ইনিংসে কারান ১ চারের সঙ্গে মারেন ৬ ছক্কা। কৌশল সিলভার উইকেট হারিয়ে প্রথম দিন শেষে শ্রীলঙ্কা তুলেছে ২৬ রান। উইকেটে আছেন দিমুথ করুনারত্নে ১৯ ও নাইটওয়াচম্যান পুষ্পকুমারা ১ রানে। ৯ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে লঙ্কানরা এখনও ২৫৯ রানে পিছিয়ে। ইংল্যান্ডের পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেন স্পিনার জ্যাক লিচ। সংক্ষিপ্ত স্কোর : (প্রথম দিন শেষে) ইংল্যান্ড প্রথম ইনিংস : ২৮৫ (৭৫.৪ ওভারে) (বার্নস ৪৩, জেনিংস ১, স্টোকস ১৯, রুট ১৪, বাটলার ৬৩, মঈন ১০, ফোকস ১৯, কারান ৬৪, রশিদ ৩১, লিচ ৭, অ্যান্ডারসন ৭*; লাকমল ১/৪৪, পেরেরা ৪/৬১, পুষ্পকুমারা ৩/৮৯, ডি সিলভা ০/৪, দনঞ্জয়া ২/৮০) শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ২৬/১ (১২ ওভারে) (করুনারত্নে ১৯*, সিলভা ৬, পুষ্পকুমারা ১*; অ্যান্ডারসন ০/৮, কারান ০/৫, লিচ ১/৭, মঈন ০/৬)। /বিআইজে/ Comments SHARES খেলাধুলা বিষয়: কারান-বাটলারের ফিফটিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড